পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যাবে না বিএনপি

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৯, জুন ২২ ২০২২ মিনিট

রিপোর্ট দেশজনপদ॥ পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যারা ব্রিজ থেকে ফেলে দিতে চায়, তাদের নিমন্ত্রণে বিএনপির কোনো নেতা যেতে পারে না।’ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফখরুল বলেন, ‘বিএনপির কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনইতো হবে না যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। তারা ক্ষমতা থেকে বিদায় নেয়ার পরেই নির্বাচন হবে। বিএনপিতে কোনো নেতৃত্ব শূন্যতা নেই বরং তাদের নেতৃত্ব সংকট আছে।’ তিনি আরও বলেন, বলা হয়েছে- বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছে, এই বলে মিথ্যাচার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২০০৪ সালে যে সমীক্ষা হয়েছে, সেটির ধারাবাহিকতায়ই আজকের পদ্মা সেতু।