ঈদের আগে রাতে দোকান-মার্কেট বন্ধ করা নিয়ে নতুন নির্দেশনা
দেশ জনপদ ডেস্ক|১৮:৩০, জুন ২২ ২০২২ মিনিট
রিপোর্ট দেশজনপদ॥ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাতে দোকান-মার্কেট বন্ধ করা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ বুধবার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে বিশেষ বিবেচনায় দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করা হয়েছে। আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকাট-মার্কেট খোলা রাখা যাবে।
এর আগে গত রবিবার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার (২০ জুন) থেকে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সেদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ব্যবসায়ীরা সামনে ঈদ উপলক্ষে রাতে দোকান-মার্কেট খোলা রাখার সময় বাড়ানোর অনুরোধ করেছিলেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।