নিজস্ব প্রতিবেদক।।
চা দোকানীকে কুপিয়ে জখম করেছে ঝালকাঠি জেলা পরিষদ সদস্য ও বরিশাল জেলা মহিলা যুবলীগ সাধারণ সম্পাদিকা শারমিন মৌসুমি কেকার স্বামী লিটু। আজ (শুক্রবার) বেলা সোয়া ১২টার দিকে বরিশাল নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কে এ ঘটনা ঘটে। আহত চা দোকানী আনিসুর রহমান পনুকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কি কারনে লিটু কুপিয়েছে তা জানাতে পারেনি কেউ। এমনকি পনুও জানেন না কারন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনের চা দোকানী পনুর চায়ের দােকান বন্ধ থাকায় মাইনুল হাসান সড়কের মুখে কানর ছাড়াই দাড়িয়ে ছিলেন। এসময়ে ওই এলাকার বাসিন্দা লিটু ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। পনুর চিৎকারে নিকটস্থ লোকজন এগিয়ে এলে লিটু ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে ডাক্তারী সনদ ছাড়া মামলা নেওয়া যাবে না বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে পনু। তিনি জানান, কি কারনে আমাকে কুপিয়েছে তা আমি জানি না। তার সাথে আমার কোন বিরোধ এমনকি মনোমালিন্য পর্যন্ত হয়নি। ঘটনার পর ওসি তদন্ত এম আর মুকুল ঘটনাস্থলে কয়েকজন পুলিশ পাঠালেও তারা হামলাকারীকে আটকের কোন চেষ্টা করছে না বলে জানিয়েছে পনুর স্বজনরা। ওদিকে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বৈঠকে থাকায় তিনি কথা বলতে রাজি হননি