রিপোর্ট দেশজনপদ॥ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী ঢাকায় আসছেন। জুলাইয়ে অনুষ্ঠিতব্য মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ উপলক্ষ্যে ঢাকায় আসছেন তিনি।
আয়োজকরা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ জুলাই রাজধানী শহরের বনানীতে পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকা’র বলরুমে হবে সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পা। জানা গেছে শুধু অতিথি নয় অনুষ্ঠানে পারফর্মও করবেন এই বলিউড নায়িকা।
তবে এবারই প্রথম নয় এর আগেও বাংলাদেশে এসেছিলেন শিল্পা। ২০১৬ সালে ঢাকায় ‘প্যাসন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি।এই অনুষ্ঠানে শিল্পা ছাড়াও বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, মেহজাবীন, অপু বিশ্বাস, দীঘিসহ আরো অনেকে।
দেশের বিভিন্ন শিল্পখাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে। এছাড়া অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিকাল পারফর্মেন্সসহ আরো অনেক আয়োজন।