রিপোর্ট দেশজনপদ , পটিয়া, চট্টগ্রাম ॥ হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা ও পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বুখারী আজ মঙ্গলবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি...রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীস্বজন রেখে গেছেন। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের মওলানা মরহুম আবদুল গণির পুত্র। আজ রাত ১০টায় মাদ্রাসার মাঠে নামাজে জানাযা শেষে মাদ্রাসার মকামে আজিজিয়া করবস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন কওমী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন ছাড়াও আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব, তাহফিজুল কোরান সংস্থার সভাপতি, শাহ জালাল ইসলামী ব্যাংকের সুপারভাইজারী শরীয়া বোর্ডের সভাপতি, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড হায়াতুল ওলাইয়া স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং সাতকানিয়া-লোহাগাড়া আসনে নেজামে ইসলামী দল থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।