শেবাচিমের করোনা ওয়ার্ডে দুইমাস পর রোগী ভর্তি

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩২, জুন ২১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক , বরিশাল ॥ দীর্ঘ দুই মাসেরও বেশী সময় পর বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে দুইজন করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে। দুইদিনে করোনা আক্রান্ত দুইজনকে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানা গেছে, আরটি পিসিআর ল্যাবে তাদের দুইজনেরই করোনা রিপোর্ট পজেটিভ হয়েছে। এর আগে সর্বশেষ গত ১০ এপ্রিল হাসপাতালের করোনা ওয়ার্ডে একজন রোগী ভর্তি হয়েছিল। এরপর টানা দুইমাসেরও বেশি সময় পর ২০ জুন ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের এবং ১৯ জুন ১১ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন করোনা ওয়ার্ডের দায়িতপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাঃ মাসুম আহমেদ।