বাউফল থেকে ১০ হাজার মানুষ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন

দেশ জনপদ ডেস্ক | ১৭:১৮, জুন ২১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ,বাউফল, পটুয়াখালী ॥ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাউফল থেকে প্রায় ১০ হাজার মানুষ যোগ দেবন। লঞ্চযোগে তাদেরকে নেয়া হবে। ২৪ জুন সন্ধ্যার দিকে তিনটি দোতালা লঞ্চ পদ্মা সেতু অভিমুখে ছেড়ে যাবে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এমপির উদ্যোগে কালাইয়া লঞ্চ ঘাট থেকে, বাউফলের মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের উদ্যোগে নুরাইনপুর লঞ্চ ঘাট থেকে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের উদ্যোগে বগা লঞ্চ ঘাট থেকে নিদৃষ্ট সময় তিনটি দোতালা লঞ্চ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পদ্মা সেতুর অভিমুখে ছেড়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফল থেকে প্রায় ১০ হাজার মানুষ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়াও বাউফল থেকে সড়ক পথে অনেক উৎসুক জনতা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে যোগ দেবেন। বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল বলেন,‘ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাউফল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবেন। ইতি মধ্যে নীতি নির্ধারক পর্যায়ের সভা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণের উপজেলা বাউফলের চিত্রও বদলে যাবে। বাউফল থেকে লঞ্চ যোগে ঢাকা যেতে ১০-১২ ঘন্টা লাগতো। সেখানে এখন সড়ক পথে ৪-৫ ঘন্টায় বাড়ি থেকে ঢাকা যাওয়া যাবে। পদ্মা সেতুর বদৌলতে এ উপজেলার মানুষ অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।’