বরিশালে করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

কামরুন নাহার | ০১:০৯, এপ্রিল ১০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর দুমকিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুলাল চৌকিদার (৩২) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিপ্লব জানান, সোবাহান চৌকিদারের ছেলে দুলাল চৌকিদার (৩২) নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিক পদে চাকরি করছিল। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রোববার বাড়িতে এলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, এসিল্যান্ড আল-ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনসহ স্বাস্থ্যকর্মীরা তার বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে ঢাকা থেকে প্রেরিত রিপোর্টে করোনা সনাক্ত হয় দুলাল। উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) আল-ইমরান বলেন, ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক মৃত্য ব্যক্তির দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে। এঘটনায় ওই ইউনিয়নের পুরো ২নং ওয়ার্ড লকডাউন করা হয়েছে। পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কয়েকদিন আগে দুলালের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তার করোনাভাইরাস পজিটিভ এসেছে। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে এটাই প্রথম কোন রোগীর মুত্যু ঘটলো। যদিও তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন। তিনি বলেন আমরা প্রশাসনকে পুরো এলাকা লগডাউন করার পরামর্শ দিয়েছি।