নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠিতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামসুল হকের নেতৃত্বাধীন একটি টিম গতকাল শনিবার ওই এলাকায় অভিযান চালিয়ে রাজিব গাজী (২২) নামের যুবককে আটক করে।
পুলিশ জানায়- ওই এলাকার আব্দুল মালেক গাজীর ছেলে রাজিব গাজীর বাসায় মাদক মজুত আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে এসআই সামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম হানা দেয়।
একপর্যায়ে বসতঘরে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং সাথে সাথে যুবক রাজিব গাজীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রাজিব গাজী দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চালিয়ে আসছিলেন।
শনিবার নতুন করে একটি গাঁজার চালান মজুত করেছেন এমন সংবাদের ভিত্তিতে তার বাসায় পুলিশের একটি টিম পাঠিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় বাসা থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি রাজিব গাজীকে আটক করা হয়েছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা গ্রহণ পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।’