২৫ জুন জাতির আরেকটি বিজয় উৎসব হবে : আমু

দেশ জনপদ ডেস্ক | ২১:০৪, জুন ১৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের বিজয় উৎসবের পর বাঙালি জাতির জীবনে আরেকটি বিজয় উৎসব হবে আগামী ২৫ জুন। একটি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকটি বিজয় তার সুযোগ্য উত্তরসুরীর নেতৃত্বে।’ আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন আমির হোসেন আমু। পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এ সমাবেশ করে ১৪ দল। আমির হোসেন আমু বলেন, ‘বিশ্ব ব্যাংককে ফিরিয়ে দিয়ে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্যে দিয়ে শেখ হাসিনা আজ প্রমাণ করেছেন যে বাঙালি জাতি যা ইচ্ছে করে, তা করতে পারে।’ বিএনপির সমালোচনার করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘যারা দেশের মধ্যে থেকে দেশের উন্নয়নের বিরোধিতা করে, পদ্মা সেতুর বিরোধিতা করে তারা হলো জাতীয় কুলাঙ্গার। এরাই হলো স্বাধীনতার পরাজিত শত্রু।’ আমির হোসেন আমু বলেন, ‘যখন পদ্মা সেতু উদ্ধোধন করার প্রস্তুতি চলছে তখনই বিএনপির নেতারা বক্তব্য দিয়েছে ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। তাদের এই বক্তব্যে প্রমাণিত হয় যে ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত।’ ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ‘কে কি বলল, তা নিয়ে শেখ হাসিনা ভাবেন না। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বনেতা। দেশে-বিদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু পারেনি। কারণ আওয়ামী লীগ কখনো বিদেশি শক্তির ওপর ভর করে চলে না। আওয়ামী লীগের শক্তি হলো বাংলাদেশের জনগণ। তাই আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবারও প্রধানমন্ত্রী করবেন ইনশাল্লাহ।’ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের ঢাকা মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ ১৪ দলের নেতারা।