ঝুঁকিপূর্ণ ব্রিজে তিন গ্রামের বাসিন্দাদের যাতায়াত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে দীর্ঘদিন থেকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তিন গ্রামের সকল বয়সের বাসিন্দারা। ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার আংশকা করছেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙ্গে দ্রুত ওইস্থানে নতুন একটি ব্রিজ নিমার্ণের দাবি করেছেন ভূক্তভোগীরা।
অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজটির অবস্থান গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের উপর। স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে ২০০০ সালে পশ্চিম বেজহার খালের উপর আয়রন ব্রিজটি নির্মান করা হয়।
ব্রিজটি দিয়ে পশ্চিম বেজহার, শরিফাবাদ, হাপানিয়া গ্রামের কয়েক হাজার বাসিন্দারা প্রতিদিন যাতায়াত করেন। গত কয়েক বছর ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে ব্রিজের ঢালাই খসে পরে রড বের হয়ে যাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে কাঠের তক্তা দিয়ে মানুষ চলাচলের জন্য সংস্কার করা হয়েছে। তবে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মে একই বাড়ির স্কুল ছাত্রী চাচাতো ভাগ্নির মুখ চেঁপে ফাঁকা ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হাফিজ। এ ঘটনায় নির্যাতিতার নানী রুবিনা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই হাফিজ পলাতক ছিলো।