বাকেরগঞ্জ রুনসী পশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জীবন ঝুঁকিতে
নিজস্ব প্রতিবেদক,বাকেরগঞ্জ, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রুনসী পশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র ছাত্রিদের ঝুঁকিপূর্ণ ভবনের নিচে পাঠদান চলছে। বিদ্যালয়টি ১৯৮২ সালে ৩৫ শতাংশ জমির উপর নির্মিত হয়।
২০০১ সালে এলজিইডি'র অর্থায়নে বিদ্যালয়ের নতুন ভবন নির্মান করা হলেও ভবনটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। ভবন নির্মানের কয়েক বছর পরেই অফিসকক্ষের ছাদ ধসে পড়ে। অন্যান্য ক্লাস রুমের ছাদে ফাটল ধরেছে। মূল ভবনের কলাম গুলো ফাটল ধরেছে। ভবনটি যেকোনো সময় ধসে পরে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ২০২১ সালে বিদ্যালয়ের ভবনটি রিপাইলিং করা হলেও এক বছর পার হতে না হতেই আস্তর খোসে পরছে। কাজের কাজ কিছুই হয়নি। প্রায় ৫ বছর আগে ভবনের অফিসকক্ষের ছাদ ধসে পরার পর সেখেনে টিনের চালা দেয়া হয়েছে তাও নিম্নমানের। অথচ ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি লিটন খান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। পিলার ও দেয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। কয়েক জায়গায় ছাদের পলেস্তারার অংশ খসে পড়ে বেরিয়ে পড়েছে রড। ফাটলগুলো সম্প্রতি বড় আকার ধারণ করেছে। বর্তমানে আরও নতুন ফাটল ধরতে শুরু করেছে।
ঝুঁকি নিতে হচ্ছে গ্রামের কোমলমতি শিশুদের। আমাদের ছেলে মেয়েরা এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য যায়। আমরা সব সময় ছেলে মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় থাকি কখন না জানি বিদ্যালয়ের ভবনে দুর্ঘটনা ঘটে। সমস্যাটির দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ।