নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ ইউপিতে বিপুল ভোটে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
পিরোজপুর জেলার ২টি ইউনিয়নে নির্বাচন বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ইউনিয়ন দুইটি হল নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি-দোবড়া।
কলারদোয়ানিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের কবির হোসেনকে পরাজিত করে স্বতন্ত্র আনারস প্রতীকের হাসানাত ডালিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ডালিম বিএনপির রাজনীতির সাথে জড়িত।
অপরদিকে দেউলবাড়ি-দোবড়া ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাস্টার মো. ওয়ালিউল্লাহকে হারিয়ে চশমা প্রতীকের প্রার্থী এফএম রফিকুল আলম বাবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।