যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল, তাদের জন্যই তালাশ : বুবলী

দেশ জনপদ ডেস্ক | ২০:০৬, জুন ১৫ ২০২২ মিনিট

রিপোর্ট দেশজনপদ॥ আসছে শুক্রবার দেশের অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর ‘তালাশ’। এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে প্রথমবারের মতো রূপালি পর্দায় অভিষেক হচ্ছে আদর আজাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। এসসময় নায়িকা বুবলী সবাইকে তালাশ দেখার আহ্বান জানান। তিনি বলেন, “তালাশ’র নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা।” বুবলী বলেন, “যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন কিংবা যারা সংগীতপ্রেমী-তাদের জন্যেই এই সিনেমা। সব ধরণের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন।” ‘তালাশ’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ। তাকে নিয়ে এই অভিনেত্রী বলেন, আদর আজাদ মন দিয়ে অভিনয় করেছেন। এরই মধ্যে তার অভিনীত সুমন চরিত্রটি দর্শকদের কাছে পৌঁছে গেছে। পুরো সিনেমা দেখতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে। ছবিটি নিয়ে আদর আজাদ বলেন, সুমন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং ছিল। কাজের আগে গ্রুমিং করেছি। সহশিল্পী বুবলী অনেক হেল্পফুল। তার সঙ্গে চমৎকার কাজের অভিজ্ঞতা। এই সিনেমা দিয়ে অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। একই সঙ্গে বুবলী ও আদরসহ সিনেমাটির অন্য শিল্পী ও কলাকুশলীরাও এতে অংশ নেন।