কলাপাড়ায় বিধি ভঙ্গের দায়ে ছয় জনকে ৪২ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক , কলাপাড়া, পটুয়াখালী ॥ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে কলাপাড়ায় লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের ছয় জনকে অর্থদন্ড করা হয়েছে।
এরা হচ্ছেন তরিকুল ইসলাম (২৭) পাঁচ হাজার টাকা, আলমাস (৩৬) দুই হাজার টাকা, সাইদুর রহমান (৩৪) পাঁচ হাজার টাকা, ইলিয়াস (২৪) দশ হাজার, আজিজুল তালুকদার ১০ হাজার ও সগির হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচন কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এসব দণ্ড দিয়েছেন। আজ বুধবার দুপুরে নির্বাচন চলাকালে এই দন্ডাদেশ দেয়া হয়েছে।