নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন প্রাণকেন্দ্র থেকে বয়ে যাওয়া ৪৬ নং মৌজার খেজুরা ভরপাশা খালের উপর নির্মিত এই ব্রিজ। খেজুরা ভরপাশা ৭ নং ওয়ার্ড টু রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার সহ উপজেলা শহরের সাথে সংযোগ আয়রন ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হচ্ছে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৪ গ্রামের প্রায় ৮ হাজার মানুষ। ব্রিজটি দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১০ নং খেজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভরপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট আলফ্রেড স্কুল এন্ড কলেজ, ছফুরুনেছা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল আলী মাস্টার মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স সহ কালীগঞ্জ সাপ্তাহিক হাট বাজারে ৪ গ্রামের মানুষের যাতায়াত করার একমাত্র মাধ্যম এই ব্রিজ। নড়বড়ে ও ভেঙ্গে যাওয়া ব্রিজ দিয়ে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রায়ই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সিমেন্টের ঢালাই দেয়া ব্রিজের বিভিন্ন স্থান ভেঙ্গে পড়েছে। ক্রস এ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিজটির দুই অংশের ঢালাই ভেঙ্গে গিয়ে ফাঁকা হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল খায়ের বলেন, ব্রিজটির প্রস্তাব পাঠানো হয়েছে। আন্ডার হান্ডেট মিটার ব্রিজ প্রজেক্টে দেয়া আছে। ব্রিজটি নতুন করে নির্মান করতে আরো দেরি হবে।