নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার নন্দকানাই গ্রাম এলাকা থেকে কথা জমাদ্দার (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জমাদ্দার পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
জানা গেছে, এক মাস আগে পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ঘটকার আন্দুয়া গ্রামের বাসিন্দা পদ্মা ব্যাংক লিমিটেডের কর্মকর্তা সুজন ব্যাপারীর সঙ্গে পারিবারিকভাবে পটুয়াখালীর নন্দকানাই এলাকার বাসিন্দা মৃত মনজ জয়দার ও লিপিকা দম্পতির একমাত্র মেয়ে কথা জমাদ্দারের বিবাহ হয়।
এদিকে এ ঘটনায় জমাদ্দারের মা লিপিকা হালদার পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানায় পুলিশ।
অন্যদিকে মঙ্গলবার (১৪ জুন) সকালে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বসাকবাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমখোলা ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ গাজী নিহত হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের থেকে দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।