বরিশালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মোনাজাত
দেশ জনপদ ডেস্ক|১৮:৩২, জুন ১৩ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী ও গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩) জুন, বেলা সাড়ে ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে ৩য় তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল হক মিঠু, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক কামরুল আহসান।
এখানে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা নাঈমুল হাসান সোহেল,কাজী সজল,রাজিব সিকদার,মোঃ নাঈম,ইরান মাহমুদ,মোঃ রফিক ও ওয়াসিম সহ জেলা ও
বিভিন্ন উপজেলা ছাত্র নেতৃবৃনদরা উপস্থিত ছিলেন।
পরে দেশনেত্রী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগড় মুক্তি ও সুস্থতা কামনা করা সহ বরিশালে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে নিহত ছাত্রদল নেতাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।