বরিশালে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

দেশ জনপদ ডেস্ক | ২০:৩৮, জুন ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরিশালের উজিরপুর পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ৬ জন আহত হয়েছেন। রবিবার (১২ জুন) সকাল ৯ টায় শিকারপুর ও মুন্ডপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শিকারপুর ও মুন্ডপাশা এলাকায় কুকুরগুলো হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।ভুক্তভোগীদের সকলে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত ডাঃ সকলের অবস্থা বেগতিক হওযায় আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। আবার কেউ ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশন নিচ্ছেন। মুন্ডপাশা গ্রামের রুহুল ঢলীর স্ত্রী,ভুক্তভুগী শাহানাজ বেগম (৪০) বলেন, আমি বাড়ীর সামনে বের হয়ে রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ কুকুর এসে পায়ে কামড় দেয়। শামিম আহম্মেদ বলেন,আমার ছেলে হামিদ (৩) তাকে কুকুরে কামর দিয়েছে। আরেক ভুক্তভোগী মাদার্শী গ্রামের মৃত্য বিমল হালদারের স্ত্রী বকুল হালদার (৬০),আমি বাজার একপাসে দাড়ানো ছিলাম। তখন একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আরো আহত হলেন কামরুজ্জামানের ছেলে, আবদুল্লাহ(১০),তাল বাড়ীর ভগিরত দাসের ছেলে সুমন দাস (৩২),শাহিনের স্ত্রী কনা বেগম (২৮)। আহতদের মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ শওকত আলী জানান,সকলের অবস্থা বেগতিক হওযায়। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ, সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।