মহানবী (স:) কে কটুক্তির প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ

দেশ জনপদ ডেস্ক | ২০:৪১, জুন ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ মহানবী (স:) কে কটুক্তির প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সুজন মোল্লা, বানারীপাড়াঃ সর্বজাহানের মহা মানব বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স:) কে ভারতের দু’কুলাঙ্গার নুপুর শর্মা ও বিজিপির মূখপাত্র অনিল চন্ডাল কর্তৃক কটুক্তির প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় স্মরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিশিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলা ইমাম সমিতির উদ্যোগে রবিবার (১২ জুন) আসর নামাজ বাদ বানারীপাড়া ফেরীঘাট থেকে মিছিল শুরু হয়ে বাস স্ট্যান্ডে শেষ হয়ে সেখানে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আগামী শুক্রবারের মধ্যে মহানবীকে কটুক্তির প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানানো হয়। না হয় আরও কঠোর কর্মসূচি দেবার হুশিয়ারী উচ্চারণ করেণ বক্তারা। তারা এ সময় আরও বলেন, কোন মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য ধর্মের মানুষের এবং তাদের মালের ওপরে কোন প্রকার হিংস্রাত্ত্বক মনোভাব পোষণ করা যাবেনা। এটা ইসলামের কোন শিক্ষা নয়। কোন ব্যক্তি বিশেষ ইসলামের আদর্শের বাহিরে গিয়ে কোন প্রকার অপৃতিকর ঘটনা সৃষ্ট করলে তার দ্বায়ভার ওই ব্যক্তি বা গোষ্ঠিকেই নিতে হবে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা যার যার অবস্থান থেকে বোঝানোর চেষ্টা করুণ যে, বাংলাদেশে কোন ধর্মের ভেদাবেদ নেই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। তা নাহলে আপনাদের দোকানপাট থেকে একজন মুসলমানও কোন পণ্য ক্রয় করবে না। এছাড়াও মুসলমানদের ভারতে উৎপন্ন সকল ধরণের পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ বানারীপাড়া উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন, ইমাম সমিতির নেতা মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম, মাওলানা মোহাম্মদ আবুল হোসাইন, মাওলানা মোহাম্মদ নূরে নূহ, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মোহাম্মদ আল মামুন প্রমূখ। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বিএনপি নেতা গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার, এম এ লতিফ বহুমূখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসানসহ উপজেলার মসজিদ সমূহের ইমাম-মুয়াজ্জিন ও মুসল্লিবৃন্দ এবং দলমত নির্বিশেষে কয়েক সহস্রাধিক সাধারণ ধর্মপ্রাণ মুসলমান।