তালতলীতে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট

দেশ জনপদ ডেস্ক | ২০:২৪, জুন ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক, আমতলী, বরগুনা ॥ বরগুনার তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন। ওই ছয়টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তালতলীতে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ৬৮ হাজার ৮৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম ভোটদানে আনন্দ থাকলেও সাধারণ ভোটারদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে। জানাগেছে, আগামী ১৫ জুন তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই ছয়টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রথম ইভিএম পদ্ধতিতে তালতলী উপজেলার ৬৮ হাজার ৮৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নতুন পদ্ধতিতে ইভিএম এ ভোটে সাধারণ ভোটারদের মাঝে উৎকন্ঠা রয়েছে। সাধারণ ভোটাররা জানান, এ পদ্ধতিতে ভোট তালতলী এই প্রথম। এর আগে এ পদ্ধতিতে ভোট না দেয়ায় আমরা উৎকন্ঠায় আছি। পশ্চিম গাবতলী গ্রামের ছত্তার হাওলাদার বলেন, নতুন পদ্ধতিতে ভোট হবে। কিছুইতো জানিনা। কিভাবে ভোট দেব বুঝতে পারছি না। তবে শিখিয়ে দিলে ভোট দিতে সমস্যা হবে না। তালতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনে ভোটারদের মাঝে ইতিমধ্যে লিপলেট ও ভিডিও ডকুমেন্ট দেখানো হচ্ছে। আগামী ১৩ জুন মগ ভোটের আয়োজন করা হয়েছে।