বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী

দেশ জনপদ ডেস্ক | ২০:০১, জুন ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে অবশেষে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক মাদ্রাসা ছাত্রী। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্লগ্রামের। জানা গেছে, ওই গ্রামের সেকান্দার খন্দকারের কন্যা জঙ্গলপট্টি দাখিল মাদরাসার ছাত্রী (দাখিল পরীক্ষার্থী) লাবন্য আক্তারকে (১৬) তার মা জোরপূর্বক বিয়ে দেয়ার জন্য সকল আয়োজন করেন। এসময় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেতে ওই ছাত্রী পালিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। আজ রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, ওই ছাত্রীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। পরবর্তীতে মেয়ের মায়ের কাছ থেকে লিখিত মুচলেকা রেখে ছাত্রী লাবন্য আক্তারকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।