ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি মজনু সম্পাদক বিপ্লব
নিজস্ব প্রতিবেদক , ভোলা ॥ ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক ও আবদুল মমিন টুলুকে সিনিয়র সহ সভাপতি করে জেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটি করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ঢাকা থেকে দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর স্মতিচারণ করে তোফায়েল আহমেদ বলেছেন, এই পৃথিবীতে অনেক নেতা আসবে, অনেক নেতা এসেছে কিন্তু বঙ্গবন্ধুর কন্যার মতো নেতা পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রতিকুলতাকে উপেক্ষা করে দেশকে উন্নয়নের রোল মডেল করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবচেয়ে খরস্রোতা পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রীজ করেছেন। যখন বিশ্ব ব্যাংক টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন।
তখন মাননীয় প্রধানমন্ত্রী দিপ্ত কণ্ঠে বলেছিলেন আমরা নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা ব্রীজ করবো। তিনি সেই কথা রেখেছেন। তিনি বিচক্ষন, সাহসী। কারো কাছে মাথা নত করেন না। আমরা তাকে নিয়ে গর্ব করি। বঙ্গবন্ধু আমাদের সকলের প্রেরণা জোগাচ্ছে। যারা তাকে হত্যা করে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়ে ছিলো,তারা আজ নিজেরাই আজকে ইতিহাস থেকে মুছে যাচ্ছে।’
ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর পরিচালনায় সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মন্ত্রী পদমর্যাদার পার্বত্য চট্রোগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিক্ষন কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদশে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যিনর্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যিনর্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল. সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার সম্মেলনে বার্ষিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু । শোক প্রস্তাব পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।