কলাপাড়ায় নদীতে থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর সুমন খাঁ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) দুপুরের দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের হাউদের ভারানী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুমন কলাপড়া পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকার শহিদুল খানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, সুমন বেশ কয়েকদিন আগে তার শ্বশুর বাড়ি মিঠাগঞ্জের আলীগঞ্জে বেড়াতে আসেন। শুক্রবার (১০ জুন) সকালে জাল নিয়ে পার্শ্ববর্তী ভারানী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ছিলেন।
সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।