কলাপাড়ায় নদী থেকে প্রতিবন্ধী জেলের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক , কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় হাউদের ভাড়ানি শাখা নদী থেকে প্রতিবন্ধী জেলে মো. সুমনের (৩০) মৃতদেহ কলাপাড়া থানা পুলিশ শনিবার দুপুরে উদ্ধার করেছে।
সুমন মইয়া জাল টেনে মাছ ধরছিল বলে পুলিশ জানায়। তার বাড়ি কলাপাড়া পৌরশহরের বাদুরতলী মহল্লায়। বাবার নাম শহিদুল ইসলাম।
পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার মাছ ধরতে গিয়ে সুমন নিখোঁজ ছিলেন। সুমনের লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।