ঝালকাঠিতে তেল জাতীয় ফসল উৎপাদনকারী পাঁচ জন কৃষককে পুরস্কার প্রদান
নিজস্ব প্রতিবেদক , ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলার চারটি উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কুষকদের পুস্কার বিতরণী উনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টায়জেলা কৃষি সম্প্রসারণ বিভাগে খামার বাড়ি মিলনায়তনে ঝালকাঠির জেলা প্রশাসকমো.জোরহ আলী প্রধান অতিথি ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রকল্প মনিটরিং কর্মকর্তা রথিন্দ্রনাথ বিশ্বাষ ও আঞ্চলিক বীজ মনিটরিং কর্মকর্তা মো. জাকি রহোসেন তালুকদার বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক মো. অলিউর ইসলাম ও পুরস্কাপ্রাপ্ত কৃষক দুলাল হাওলাদার।
জেলার ৫ জন কৃষককে তেল জাতীয় ফসল উৎপাদনের জন্য পুরস্কার প্রদান করা হয়। জেলার ১৫০ জন কৃষক এই জাতীয় ফসল চাষরা কৃষক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পুরস্কার প্রাপ্ত ৫ জন জন্য কৃষককে নগদ অর্থ প্রদান করেন।
প্রথম পুরস্কার লাভ করেন নলছিটির মো. সিরাজ খলিফা,দ্বিতীয় ঝালকাঠি সদর মো. দুলাল হাওলাদার, তৃতীয় তিন জন হচ্ছে সদর মো. মাসুদুর রহমান, নলছিটি জালাল হাওলাদার, রাজাপুর মো, মিজানুর রহমান। প্রথম পুরস্কার হিসাবে তিন হাজার টাকা,দ্বিতীয় ২ হাজার ৫০০ টাকা ও তৃতীয় প্রতিজনকে ২ হাজার টাকা প্রদান করা হয়েছে। ঝালকাঠিজেলায় এবছর ১ হাজার ১শত ৩৩ হেক্টরে তেল জাতীয় ফসল হিসাবে সরিষা, সুর্য্যমুখী, তিল ও চিনাবাদামের চাষ হয়েছে।