বেতাগীতে করোনা আক্রান্ত সন্দেহে ২ বাড়ি লকডাউন

কামরুন নাহার | ২২:১৮, এপ্রিল ০৮ ২০২০ মিনিট

বরগুনার বেতাগী উপজেলার পৌর শহরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে খবর পেয়ে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, বেতাগী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বারেক প্যাদার ছেলে স্বপন প্যাদা ও কালাম প্যাদার ছেলে শামীম প্যাদ কয়েকদিন আগে ঢাকা থেকে বেতাগী আসেন। তাদের কোনো এক আত্মীয় করোনায় আক্রান্ত এমন খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসী প্রশাসনকে বিষয়টি জানালে বুধবার বিকালে তাদের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান বলেন, সম্প্রতি দুই ব্যক্তি ঢাকা থেকে বাড়িতে আসেন। তাদের কোনো এক আত্মীয় করোনায় আক্রান্ত এমন খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্কিত হয়ে পড়লে তাদের বাড়ি দুইটি লকডাউন করে দেওয়া হয়েছে। খাবারসহ কোনো কিছু প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ ওই বাড়িতে পৌঁছে দেওয়া হবে।