বাকেরগঞ্জ তুলাতলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন, ৩ জনের কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ২১:১১, জুন ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক , বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলা শহরের প্রাণ কেন্দ্র থেকে বয়ে যাওয়া তুলাতলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩ জন ড্রেজার শ্রমিক গ্রেফতার করেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার মৃত আব্দুল জলিল এর পুত্র রফিকুল ইসলাম(৫৫) পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার মৃত আব্দুল কাদের আকন এর পুত্র সেলিম আকন (৫৫) পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার মৃত আব্দুল খালেক এর পুত্র মোঃ ইব্রাহিম(৪৫)। ৮ জুন দুপুর ১২ টায় বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক অভিযান পরিচালনা করেন। তিনি জানান, তুলাতলী নদী ভাঙ্গনে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর চর এলাকা বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙ্গন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে।