গৌরনদীতে কলেজ ছাত্রীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ২

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৩, জুন ০৮ ২০২২ মিনিট

আতাউর রহমান চঞ্চল ॥ কলেজ ছাত্রীকে অব্যাহত যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলায় জেলার গৌরনদী মডেল থানা পুলিশ দুই বখাটে যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ গাফ্ফার জানান, গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের ফয়সাল খান (২৮) ও বেল্লাল খান (২১)। মামলার এজাহারে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে ওই কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিলো। এরই মধ্যে গত ৩ জুন দিবাগত রাতে কলেজ ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে বের হলে ওঁৎ পেতে থাকা বখাটে ফয়সাল ও বেল্লাল ছাত্রীকে ঝাঁপটে ধরে যৌন নির্যাতন করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় গত সোমবার সকালে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা কলেজ ছাত্রী।