পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১০ জেলেকে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৮:০০, জুন ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে জরিমানা করা হয়েছে। একই সময় জরিমানার টাকা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-আমির হোসেন, রিয়াজ ফরাজী, জাকির হোসেন, তারেক সরদার, মনির আকন, আজু, মাসুদ, মামুন, বাসু ও সিদ্দিক। বুধবার (৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চর বিজয় সংলগ্ন সাগরে মাছ শিকার করার সময় তাদের আটক করা হয়। পরে রাতেই আটক জেলেদের কাছ থেকে মোট ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। সেই সঙ্গে তারা নিষেধাজ্ঞার সময় আর সাগরে মাছ শিকার করবেন না বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে জরিমানা করা হয়।