দুই ভাইয়ের মারমারি থামাতে ফুফার লাঠির আঘাতে যুবকের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৮, জুন ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  পিরোজপুরের নেছারাবাদে মো. নাঈম হোসেন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৭ জুন) বিকেলে নেছারাবাদের স্বরূপকাঠীতে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। পরে বুধবার (০৮ জুন) ভোরে নাঈমের মৃত্যু হয়। নিহত নাঈম উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের আলিম হোসেনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নাঈমের সঙ্গে তার ফুফাতো ভাইয়ের মারমারি বাধে। এ ঘটনাকে কেন্দ্র করে ফুফা কাঞ্চন আলী নাইমকে কাঠের চেড়া দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে জেলা হাসপাতালে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়। এর আগে নাঈম ও তার চাচাতো ভাই মিলে ফুফাতো ভাই সাগরকে মোবাইল চুরির অভিযোগ দিয়ে মারধর করেন। এ নিয়ে ফুফা কাঞ্চন তাদের কয়েকবার থামানোর চেষ্টা করেন। কিন্তু না পেরে নাঈমকে কাঠের চেড়া দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন। নেছারাবাদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবির মোহাম্মাদ হোসাইন  জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারে থেকে কেউ এখনও অভিযোগ করেননি।