নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে মারিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মারিয়া একই এলাকার সিদ্দিক মাতবরের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পেছনের পুকুর পাড়ে খেলছিল মারিয়া। হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় সে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।