কাপাসিয়ায় জ্বর ও গলাব্যথা নিয়ে চিকিৎসাকর্মীর মৃত্যু
কামরুন নাহার|১৯:২৮, এপ্রিল ০৮ ২০২০ মিনিট
গাজীপুরের কাপাসিয়ায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে এক তরুণ চিকিৎসাকর্মীর (২৮) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে নিজ বাড়িতে মারা যান ওই চিকিৎসাকর্মী। তার বাড়ি উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামে। ডিপ্লোমা-ইন প্যারামেডিক্যাল কোর্স শেষ করে নারায়ণগঞ্জে একটি ক্লিনিকে চাকরি করতেন তিনি। সেখান থেকে গত ২১ দিন আগে বাড়ি আসেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সরকার কালের কণ্ঠকে জানান, কভিড-১৯ এর অন্যান্য উপসর্গ থাকলেও ওই চিকিৎসাকর্মীর শ্বাসকষ্ট ছিল না। এরপরও তাকে কভিড-১৯ পজিটিভ হিসেবে সন্দেহ করছি। ফলে তার নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছি। একইসঙ্গে ওই চিকিৎসাকর্মীর সংস্পর্শে থাকা তার মা-বাবা, দুই ভাই ও এক বোনেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ডা. আবদুস সালাম সরকার বলেন, ‘আইইডিসিআর-এর নির্দেশনা মতো (বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী) মরদেহের দাফন সম্পন্ন করেছি।’ এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা বলেন, ‘ওই যুবকটির পরিবারের সকলকে প্রাথমিকভাবে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাড়িতে টানিয়ে দেওয়া হয়েছে লাল নিশান। নমুনা রিপোর্ট পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এর আগে গত সোমবার একই উপজেলার তরগাঁও এলাকায় শ্বাসকষ্ট নিয়ে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। ওই নারীসহ তার সংস্পর্শে থাকা স্বামী, দুই শিশু সন্তান ও এক ভাইয়ের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।