পটুয়াখালীতে অবৈধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৯, জুন ০৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  পটুয়াখালীর মির্জাগঞ্জে অভিযান চালিয়ে ৩’শ ৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌসের নেতৃত্বে পশ্চিম সুবিদখালী এলাকায় অমিরের গোডাউনে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অমিরের গোডাউন থেকে ৩’শ ৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় মালিক অমির উপস্থিত না থাকায় তার মা আমেনা বেগমকে (৪০) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।