পাথরঘাটায় গরুর ওপর বাঘের আক্রমণ, ধরতে গিয়ে আহত ৪

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৩, জুন ০৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরগুনার পাথরঘাটায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার পূর্ব কালমেঘা গ্রামের চান মিয়ার বাড়ির গোয়ালঘর থেকে বাঘটিকে উদ্ধার করা হয়। পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম এ তথ্য জানান। পাথরঘাটা বন বিভাগের সদর বিট অফিসার মো. শহিদ মিয়া জানান, সোমবার রাত ১১টার দিকে কালমেঘা ইউনিয়নের চান মিয়ার গোয়াল ঘরের মধ্যে গরুর ওপর আক্রমণ করে মেছোবাঘটি। এ সময় গরুর ডাকে লোকজন ছুটে এসে দেখে বাঘটি গোয়ালের ভেতর রাখা মশারির মধ্যে আটকা পড়েছে। তারপর এক কৃষক বাঘটিকে ধরে শেকলে বেঁধে রাখে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বন বিভাগের লোকজনে খবর পেয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে। গোয়াল ঘরের মালিক চান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই বাঘটি এলাকার মানুষের হাঁস, মুরগি, গরু, ছাগল ও কবুতরসহ বিভিন্ন ধরনের প্রাণী মেরে ফেলেছে। এর ভয়ে ছোট ছেলেমেয়েরাও রাতে ঘর থেকে বের হতো না। আজ অনেক কষ্ট করে মাথা থেকে লেজ পর্যন্ত সাত ফুট লম্বা বাঘটিকে আটক করা হয়েছে। বাঘটি আটক করার সময় চার জন আহত হয়েছেন। পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম জানান, বাঘটি উদ্ধারের পর প্রাণী অধিদপ্তরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বিকেলে পাথরঘাটার হরিণঘাটা বনে এটি অবমুক্ত করা হবে।