বরিশালে কেউ গৃহহীন থাকবে না: জ্যেষ্ঠ সচিব

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৪, জুন ০৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিভাগে কেউ গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। আগামী ডিসেম্বরের মধ্যেই এ বিভাগকে গৃহহীন শূন্য ঘোষণা করার চেষ্টা চলছে বলেও তিনি জানান। মঙ্গলবার (০৭ জুন) দুপুরে বরিশাল সার্কিট হাউজে বরিশালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জ্যেষ্ঠ সচিব। সেখানেই এসব কথা জানান তিনি। তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই বরিশাল বিভাগকে গৃহহীন শূন্য ঘোষণা করার চেষ্টা চালাচ্ছে সরকার। এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে এলাকায় কারা গৃহহীন-ভূমিহীন আছে। এ জ্যেষ্ঠ সচিব আরও বলেন, বরিশাল বিভাগে ২২ হাজার গৃহহীনের নাম উঠে এসেছে। এদের মধ্যে ১৬ হাজার ৫০০ গৃহহীনকে ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ হলে বাকি সাড়ে ৫ হাজার মানুষকেও ঘর হস্তান্তর করা হবে। বিভাগের আশ্রয়ণ প্রকল্পের কাজে কোনো অনিয়মের অভিযোগ আসেনি বলেও জানান তিনি। বিভাগীয় কমিশনার আমিন উল আসহান এ কর্মশালায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক, জ্যেষ্ঠ সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম। কর্মশালার সঞ্চালনা করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এতে আরও উপস্থিত ছিলেন ভোলা, পিরোজপুর, ঝালকাঠির জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং পিআইও’রা। কর্মশালার শুরুতে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।