বিএম কলেজে মানোন্নয়নের ফরম পূরণে ভোগান্তিতে শিক্ষার্থীরা

দেশ জনপদ ডেস্ক | ১৯:০২, জুন ০৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  সম্মান প্রথম বর্ষের মান উন্নয়ন পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। এক বিষয়ে মানোন্নয়নের আবেদন করা হলেও কারও তিন বা তারও বেশি বিষয়ের ফি পরিশোধ করতে বলা হচ্ছে। যদিও কলেজ কর্তৃপক্ষ বলছে, টাকা জমা দেওয়ার সফটওয়্যারে ত্রুটি দেখা দেওয়ায় কিছুটা বিড়ম্বনা দেখা দেয়। তবে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। সোমবার (৬ জুন) কলেজের প্রশাসনিক ভবনের নিচ তলায় দেখা যায় শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কলেজ প্রশাসনের অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম বলেন, কলেজ প্রশাসনের সঙ্গে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের চুক্তি রয়েছে। তাদের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। আমার ১ বিষয়ের মান উন্নয়নের জন্য ফরম পূরণ করে টাকা জমা দিতে গেলে ৩টি বিষয়ের পরীক্ষার রেজিস্ট্রেশনের ফি পরিশোধের জন্য বলা হয়। শুধু আমি না, শতাধিক শিক্ষার্থী এভাবে হয়রানির শিকার হচ্ছে। আরেক শিক্ষার্থী কাজী রুবাইয়াৎ ইসলাম রাইন জানান, তিনি ৩টি বিষয়ে মানোন্নয়নের জন্য আবেদন করেছেন, অথচ নগদে টাকা পরিশোধ করতে গিয়ে জানতে পারি তিনটি নয় আমার ৫টি বিষয়ের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। শিক্ষার্থীর স্বজন ইমরান নূর নিরব বলেন, আমার এক আত্মীয়ের মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে বিষয়টি নজরে আসে। তিনি এক বিষয়ে মানোন্নয়নের পরীক্ষা দিবেন। আবেদনও করেছেন তেমনি। অথচ টাকা জমা দিতে গিয়ে জানতে পারি তারও ৩টি বিষয়ে ফি জমা দিতে হবে। সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া বলেন, একটি বিষয়ে মানোন্নয়নের আবেদন করলে ৩টি বিষয়ের টাকা পরিশোধ করতে হবে এমন কোনো নিয়ম নেই। যান্ত্রিক কিছু ত্রুটির কারণে এমন দেখিয়েছে। তবে বর্তমানে ঠিক করা হয়েছে। যে যেকটি বিষয়ে পরীক্ষা দিবে সে ওই কটি বিষয়ের নির্ধারিত ফি পরিশোধ করবে। এর বাইরে এক টাকাও পরিশোধ করবে না।