নিজস্ব প্রতিবেদক॥ বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রের উত্তরণে শহীদ জিয়া শীর্ষক’ আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক দলের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আ. হক ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের উপস্থাপনায় আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান নান্টু।
বিশেষ অতিথি ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপি’র সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, শ্রমিক দল নেতা এ.এম.জি ফারুক, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু। বক্তব্য রাখেন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ে নেতারা। আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।