কলাপাড়ায় আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

দেশ জনপদ ডেস্ক | ১৯:১০, জুন ০৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আওয়ামীলীগ। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী এসব বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হলেন ধূলাসার ইউনিয়ন আ’লীগের সদস্য মো: মাহবুবুর রহমান হাওলাদার এবং উপজেলা আ’লীগ ও ধূলাসার ইউনিয়ন আ’লীগের সদস্য শাহরিয়ার সবুজ। যারা ধূলাসার ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে চশমা ও অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলাপাড়া উপজেলা আ’লীগের সভাপতি মো: মাহবুবুর রহমান ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।