গৌরনদীতে শিশু ধর্ষণের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী (১১) ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে গৌরনদী মডেল থানায় মামলা করেছে ছাত্রীর নানী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই আব্দুল হক বলেন, বৃহস্পতিবার রাতে থানায় শিশুর নানী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছে।মামলায় ধর্ষক হাফিজ হাওলাদারকে (২৪) আসামি করা হয়েছে।
সে শিশু কন্যার নিকট আত্মীয় (চাচাতো মামা) হয়। হাফিজ উপজেলার বেঁজগাতি গ্রামের মেনাহাজ উদ্দিন হাওলাদারের ছেলে সে। আসামিকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্কুল ছাত্রী সুস্থ হলে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
শিশুটির নানী হাসপাতালে বলেন, শিশুটির বাবা-মা ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করেন। মেয়েটি তার সঙ্গেই থাকে। মঙ্গলবার দুপুরে ঘরের পিছনের টিউবয়েলে স্নান করতে যায় শিশুটি।
তখন প্রতিবেশী ও আত্মীয় হাফিজ উদ্দিন শিশুটির মুখ গামছা দিয়ে বেঁধে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে হত্যাসহ নানা ভয়ভীতি দেখায়। চিকিৎসক জানিয়েছেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ এবং মারাত্মক জখম হয়েছে।