ব্রিজ তো নয়, যেন মরণ ফাঁদ
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামে খালের উপর নির্মিত ব্রিজ ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সোহেল সরদার জানান, ২৫ বছর আগে বংকুরা গ্রামে তার বাড়ির পাশে খালের উপর একটি ব্রিজ নির্মাণ করা হয়।
ব্রিজটি দিয়ে বংকুরা, নোয়াপাড়া, চন্দ্রহার, পূর্ব চন্দ্রহার, বাহাদুরপুর ও কেফায়েতনগর গ্রামের প্রায় ৩০ হাজার বাসিন্দা যাতায়াত করেন। এছাড়া ব্রিজটি দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও একটি কমিউনিটি ক্লিনিকে যাতায়াত করেন স্থানীয়রা।
তিনি আরও জানান, গত দুই বছর যাবৎ ব্রিজটির রেলিং ও ঢালাইয়ের একাংশ খসে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের উপর কাঠ দিয়ে কোনোমতে যাতায়াত করছেন এলাকাবাসী।
ব্রিজটি নির্মাণের জন্য ইতোমধ্যে মাটি পরীক্ষা করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান।