বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দেশ জনপদ ডেস্ক|১৯:২৮, জুন ০৩ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এ নিয়ে দ্বিতীয় বারের মতো ঢাকার বাইরে সাত বিভাগে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। ‘গ’ ইউনিট বাণিজ্য বিভাগের এ পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টায় শুরু হয়।
শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কক্ষে ৪২৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন বলেন, তাদের গেল বছরের অভিজ্ঞতা নিয়ে এবারে আরও কঠোর অবস্থার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের প্রস্তুতি আগে থেকেই নিয়েছেন। প্রশাসনের সহায়তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্ব পালন করেছেন বেশ।