বাকেরগঞ্জে দুইদিনেও বলগেট ডুবির শ্রমিক মিলনের সন্ধান মেলেনি

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫১, জুন ০৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক , বাকেরগঞ্জ, বরিশাল ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলা নদীতে বালু বোঝাই একটি বলগেট (এমভি সালেহ-২) ডুবে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে এই দুর্ঘটনার পর বলগেটে থাকা ৩ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মিলন মোল্লা (২০) নামে একজন নিখোঁজ হয়েছে। মিলন ওই উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, গত ১ জুন বুধবার রাতভর তুলাতলা নদী থেকে বালু উত্তোলনের পর ওই নদীর ইমামকাঠী বালিগ্রাম খেয়াঘাট এলাকায় বলগেট নোঙর করে রাখে শ্রমিকরা। গত ২জুন বৃহস্পতিবার ভোর রাতে নদীতে ভাটা শুরু হলে বলগেটটি কাত হয়ে ডুবে যায়। বলগেটে থাকা ৩ জন তীরে উঠতে সক্ষম হলেও ইঞ্জিন রুমে ঘুমিয়ে থাকা শ্রমিক মিলন মোল্লা নিখোঁজ হয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আজ দুইদিন পার হয়েছে বলগেটের সন্ধান পেলেও নিখোঁজ মিলনের কোন সন্ধান পাওয়া যায়নি এখনো। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, নিখোঁজ শ্রমিকের সন্ধানে নদীতে তল্লাশী অব্যাহত রয়েছে। সরকারীভাবে তার পরিবারকে সহায়তা করা হবে।