গাছ কাটা নিয়ে বিরোধে হাতাহাতি, ‘স্ট্রোকে’ দুজনের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৪, জুন ০২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ বলেন, ‘ঘটনার পরপরই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। প্রাথমিকভাবে জে‌নে‌ছি, মৃত্যুর আগে জমিজমা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ বরিশালের উজিরপুরে গাছ কাটা‌কে কেন্দ্র ক‌রে বাগবিতণ্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়া দুই ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব হাসান বুধবার রাতে তাদের মৃত ঘোষণা করেন। এর আগে উপজেলার শোলক এলাকায় রাত ১০টার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ৬২ বছরের চিত্ত দত্ত ও ৬০ বছরের আব্দুল হক সরদারের বাড়ি একই এলাকায়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, আব্দুল হক কিছুদিন আগে চিত্ত দত্তের বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে জমি কেনেন। সম্প্রতি চিত্ত দত্তের আরেক ভাই শংকর দত্তের ছেলে দুর্জয় দত্ত সেই জমির কিছু গাছ কেটে বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় আব্দুল হক লোকজন নিয়ে দুর্জয় দত্তের কাছে গাছ বিক্রির কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং দুর্জয় দত্তকে চড়-থাপ্পড় দেন আব্দুল হক সরদারের লোকজন। এ ঘটনা দেখে চিত্ত দত্ত ঘটনাস্থলে আসেন। এ সময় আব্দুল হকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়, হাতাহা‌তিও ক‌রেন। দুর্জয় দত্ত জানান, ঝগড়ার একপর্যায়ে চিত্ত দত্ত মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চিত্ত দত্তকে হাসপাতালে নেয়ার কিছু সময় পর আব্দুল হক সরদারও অসুস্থ বোধ করেন। পরে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে স্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। ওসি আলী আরশাদ বলেন, ‘ঘটনার পরপরই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। প্রাথমিকভাবে জে‌নে‌ছি মৃত্যুর আগে জমিজমা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’