বরিশালে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৬, জুন ০২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশালের হিজলায় স্কুলের প্রধান শিক্ষকসহ দুজনকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (০১ জুন) কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রিপন দাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন জানান, নবম শ্রেণির নিবন্ধন শিক্ষা বোর্ডে পাঠানো ও শূন্য শিক্ষক পদের তালিকা বৃহস্পতিবারের মধ্যে এনটিআরসিতে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য কলেজ শাখার শিক্ষক রিপন দাস ও কম্পিউটার বিভাগের শিক্ষক মো. মাইনউদ্দিনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে কলেজের লাইব্রেরিতে কাজ করছিলেন তিনি। রাত ৯ টার দিকে দিপু সিকদারের নেতৃত্বে ১০ জন এসে প্রথমে গালাগাল ও পরে মারধর করে। তবে দিপু সিকদার জানান, প্রধান শিক্ষক ও তার কয়েকজন সহযোগী রাতে কলেজের পরিচালনা পর্ষদের কমিটি প্রস্তুত করে বোর্ডে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তারা সেখানে গিয়ে এ ধরনের কাজ থেকে শিক্ষকদের বিরত থাকার জন্য বলেন। কিন্তু মারধরে কোনো ঘটনা ঘটেনি। এটি প্রতিপক্ষের অপপ্রচার। এদিকে কলেজের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটির সভাপতি অশোক কুমার চ্যাটার্জি শিক্ষকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করেছেন।