লালমোহনে বিভাগীয় প্রতিযোগীতায় তানহার প্রথম স্থান অর্জন

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৩, মে ৩১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  যুগোপযোগী আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সুশিক্ষায় শিক্ষিত জাতি গড়তে অঙ্গীকারবদ্ধ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বিগত কয়েক বছর যাবত কখনো জেলা কখনো বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে আসছে শিক্ষা বিস্তারে অবদান রাখা হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এরই ধারাবাহিকতায় ভোলা জেলা পর্যায়ের পর এবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে ইংরেজি রচনা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে অংশগ্রহণ করে বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথমস্থান অর্জন করেছে ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম হোসেন তানহা। ২৯ মে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের আয়োজনে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠ নির্বাচিত হয় সে। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগি হিসেবে নির্বাচিত হয়েছে তাসনিম হোসেন তানহা। তার এ অর্জনে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা তানহার সার্বিক সাফল্য কামনা করছেন। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিগত দিনেও তাদের সাফল্য ধরে রেখেছে। আমরা আশা করছি শিগগিরই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে। এর পূর্বেও জেলা পর্যায়ে ইংরেজি রচনা/ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক নির্ধারিত বক্তৃতায়ও প্রথম স্থান অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম হোসেন তানহা।