বরিশালে করোনা তহবিলে সিটি মেয়রের ১৭ মাসের সম্মানি প্রদান

কামরুন নাহার | ১৮:৫৬, এপ্রিল ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীর অসহায় মানুষের সহযোগিতায় এবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ তহবিল গঠণ করা হয়েছে। আর এ ত্রাণ তহবিলে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার ১৭ মাসের সম্মানিসহ কর্পোরেশন থেকে প্রাপ্য অর্থের পুরোটাই (৩৫ লাখ ৫৪ হাজার টাকা) জমা দিয়েছেন। মঙ্গলবার সকালে বিসিসি সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীর অসহায় মানুষের সহযোগিতায় ‘বরিশাল সিটি কর্পোরেশন ত্রাণ তহবিল’ নামে ত্রাণ তহবিল গঠণ করা হয়। ওই তহবিলে মেয়র তার ১৭ মাসের সম্মানিসহ কর্পোরেশন থেকে প্রাপ্য অর্থের পুরোটাই অর্থাৎ ৩৫ লাখ ৫৪ হাজার টাকা জমা দিয়েছেন। পাশাপাশি এ তহবিলে বরিশাল নগরীসহ সমাজের বিত্তবানদের সহায়তা করার জন্য মেয়র আহবান করেছেন। সূত্রমতে, করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা করায় দেশের অন্যান্যস্থানের ন্যায় বরিশাল নগরীর অগণিত মানুষ কর্মহীন হয়ে পরেছে। এসব অসহায় মানুষের খাদ্য সহায়তা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন মেয়র সাদিক আব্দুল্লাহ। তাই তার তত্ত্বাবধানে নগরীর ১৬টি কলোনিসহ বিভিন্ন ওয়ার্ডগুলো গত ৩০ এপ্রিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নগরজুড়ে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি খাবার হোটেল বন্ধ থাকায় ভোগান্তি লাঘবে শেবাচিম হাসপাতালে ভর্তিরত রোগীর স্বজনদের তিনবেলা খাবারের ব্যবস্থা চালু করেছেন মেয়র সাদিক আব্দুল্লাহ। গত ছয়দিন ধরে বরিশাল শেবাচিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন প্রায় পাঁচ শতাধিক রোগীর একজন করে স্বজনের মধ্যে প্রতিদিন মেয়রের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মেয়রের নির্দেশে নগরীর অসহায় মানুষদের সাহায্যার্থে এ ত্রাণ তহবিল গঠণ করে বরিশাল সিটি কর্পোরেশন (যার হিসাব নম্বর: ঝঞউ-০১০০২১২৭৪৮১৯১, জনতা ব্যাংক, বরিশাল করপোরেট শাখা)। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দেশ জনপদকে বলেন, আমি বেতন ভাতাদির সুবিধা নিতে মেয়রের দায়িত্ব গ্রহণ করিনি। আমি নিজেকে সবসময় নগরবাসীর সেবক মনে করি বলেই দুর্যোগকালীন সময় নগরবাসীর জন্য কিছু করার চেষ্ঠার অংশ হিসেবে ত্রাণ তহবিল গঠণ করেছি। কর্পোরেশন থেকে এ পর্যন্ত আমাকে যতোটুকু আর্থিক সুবিধা দেওয়া হয়েছে তার পুরোটাই আমি ত্রাণ তহবিলে দিয়েছি। পাশাপাশি আমি এ কাজে বিত্তবানদের এগিয়ে আসার জন্য জোর আহবান করছি। কারণ কারো একার পক্ষে নয়; সবার সম্মিলিত চেষ্ঠায় করোনার মতো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।