বরিশালে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৫, মে ৩১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার স্লোগানে মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউস চপ্তর থেকে এক বনাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর সদর রোড প্রদক্ষিন করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। এর পরপরই সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন, ডা. মারিয়া হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নূরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল এস এম আল বেরুনী। সভায় বক্তারা আগামী ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর প্রত্যয় বাংলাদেশ থেকে তামাকমুক্তকরণে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।