আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৯, মে ৩১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের নারায়ন হালদারের আট বছরের ছেলে মৃগি রোগী নীলয় হালদার খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন নীলয়কে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে নীলয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসাইন মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসাইন জানান, পানিতে ডুবে মৃত্যু শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।