শেবাচিমে আজ থেকে শুরু করোনা ভাইরাস পরীক্ষা

কামরুন নাহার | ১৮:৫০, এপ্রিল ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতি ২৪ ঘন্টায় দুইশ’ রোগীর করোনা ভাইরাস পরীক্ষা ও দক্ষ জনবল থাকলে সর্বোচ্চ তিন ঘন্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট তৈরি করা সম্ভব। এমনটাই জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর মেশিনের সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। সূত্রমতে, ইতোমধ্যে পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবটি। সোমবার দিবাগত রাতে মেডিক্যাল কলেজের একাডেমিক বিভাগের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব পরিদর্শন করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, আমরা আগেই বলেছি যত দ্রুত সম্ভব ল্যাবটি চালু করার চেষ্টা চলছে। এখন ল্যাব পুরোপুরি প্রস্তুত। মেশিনপত্র স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের দক্ষ জনবলের সংকট রয়েছে। তাই যে কোম্পানি মেশিন সরবরাহ করেছে তাদের চারজন লোক এক সপ্তাহ বরিশালে থাকবেন। তারাই ল্যাবে পরীক্ষার কার্যক্রম চালানোর পাশাপাশি আমাদের যে জনবল রয়েছে তাদেরকে করোনা ভাইরাস পরীক্ষার বিষয়ে দক্ষতা অর্জনের প্রশিক্ষন দিবেন। সে অনুযায়ী বুধবার থেকে করোনা পরীক্ষা এবং প্রশিক্ষন দুটি একই সাথে শুরু হবে। প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস পরীক্ষার যে জনবল প্রয়োজন সেটা এখানে নেই। তাই জরুরি ভিত্তিতে জনবলের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। আপাতত কাজের গতি বৃদ্ধির জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শফিকুল ইসলাম খানকে শেবাচিমে বদলি করে আনা হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথাও হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীত ভুষণ দাস বলেন, এই বিষয়টি সম্পর্কে আমরা ততোটা পারদর্শী নই। তবে আশা করা যাচ্ছে আজ ল্যাবের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। উল্লেখ্য, দেশের সবগুলো বিভাগের মতো বরিশাল বিভাগেও করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য গত ৩০ মার্চ বরিশালে একটি পিসিআর মেশিন পাঠানো হয়। সাতদিনের মধ্যে কক্ষ সংস্কারের কাজ শেষ করে পিসিআর মেশিন স্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ বুধবার থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা, চিকিৎসক ও মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ।   তিনি ব